স্বল্পমেয়াদি ঋণের বৈশিষ্ট্য হচ্ছে-
i. অনধিক এক বছর মেয়াদ
ii. তুলনামূলক কম ব্যয়সম্পন্ন
iii. সর্বদাই জামানতযুক্ত
নিচের কোনটি সঠিক?
স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনটি?
বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য?
স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো-
i. ব্যবসায় ঋণ
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. বকেয়া খরচ
সম্পদ সর্বাধিকরণে নিচের কোনটি বিবেচনা করা হয় না?
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. বিমা কোম্পানি
ii. ইজারা কোম্পানি
iii. বাণিজ্যিক ব্যাংক
স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
এবিসি কোম্পানির পুনঃ ফরমায়েশ মজুদ স্তর ৫০,০০০ একক প্রতিমাসে স্বাভাবিক মজুদ ব্যবহার গড়ে ৯,০০০ একক এবং মজুদ পাওয়ার লিড টাইম ২-৬ মাস। কোম্পানির সর্বনিম্ন মজুদ স্তর কত একক?
মধ্যমেয়াদি অর্থায়নের সাধারণ সময়সীমা কোনটি?
ব্যাংক জমাতিরিক্ত ঋণ কোন ধরনের অর্থায়ন?
২/২০ নিট ৬০ শর্তে ক্রয়ের বক্তব্য নিম্নরূপ-
i. বাট্টার মেয়াদকাল ২০ দিন
ii. নগদ বাট্টার হার ২%
iii. ঋণের মেয়াদকাল ৪০ দিন
ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কী বলে?
যে বৃত্তির মেয়াদ উল্লেখ থাকে না, তাকে কী বলে?
নগদ প্রবাহ বছরের শেষে ঘটলে তাকে কী বলে?
বর্তমানের ৫,০০০ টাকার ৮% চক্রবৃদ্ধি হার সুদে ৩ বছর পরে মূল্য কত হবে?
৬৯ বিধি অনুসারে চক্রবৃদ্ধি সুদের হার ১০% হলে ১,০০০ টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে?
যে বার্ষিক বৃত্তির নগদ প্রবাহ প্রতি সময়কালের শুরুতে সংঘটিত হয় তাকে কী বলে?
সময় রেখা কয়টি প্রান্তবিন্দু প্রদর্শন করে?
অর্থের সময়মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
কখন অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান হয়?
i. যখন 'i=০
ii. যখন i = ১
iii. যখন n = 0