নারীদের যৌন গ্রন্থি কোনটি?
অণ্ডকোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
নারীদের ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
পুরুষের ক্ষেত্রে অস্বাভাবিক যৌন ক্ষুধাকে কী বলা হয়?
মেয়েদের ক্ষেত্রে অস্বাভাবিক যৌন ক্ষুধাকে কী বলা হয়?
যৌন গ্রন্থির কাজ কোনটি?
বয়ঃসন্ধিকালে মেয়েদের ক্ষেত্রে কোন হরমোন ক্ষয়িত হয়?
যৌন পরিপক্কতা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত গ্রন্থিগুলোর ভূমিকা উল্লেখযোগ্য-
1. পিটুইটারি গ্রন্থির ভূমিকা
ii. এড্রিনাল গ্রন্থির ভূমিকা
iii. যৌন গ্রন্থির ভূমিকা
নিচের কোনটি সঠিক?
অস্বাভাবিক যৌন ক্ষুধাকে কী বলে?
i. সেটিরিয়াসিস
ii. নিমফোমেনিয়া
iii. এক্সোমেগালি
অণ্ডকোষ থেকে নিঃসৃত হরমোন হচ্ছে-
i. এন্ড্রোজেন
ii. টেস্টোস্টেরন
iii. প্রোজেস্টেরন
পুরুষসুলভ লক্ষণের জন্য দায়ী-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন
রক্ত হতে শর্করা ব্যবহার করতে কোষসমূহের জন্য কোন হরমোন অতীব গুরুত্বপূর্ণ?
কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে?
বহুমূত্র রোগ নিরাময়ে কোন হরমোনটি কাজ করে?
অগ্ন্যাশয় থেকে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?
প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়?
মানবদেহে মোট কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি রয়েছে?
প্যারাথাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত হরমোনের নাম কী?
প্যারাথাইরয়েড গ্রন্থি নষ্ট হয়ে গেলে কোন রোগ দেখা দেয়?
কোনটির ঘাটতি হলে হাড় চিকন ও দুর্বল হয়ে যায়?