কোনটির ঘাটতি হলে হাড় চিকন ও দুর্বল হয়ে যায়?
কোন রোগ হলে মাংসপেশির অস্বাভাবিক সংকোচন ও খিঁচুনি পরিলক্ষিত হয়?
ফসফরাসের ঘাটতি দেখা যায় কোন গ্রন্থির ক্ষরণ কম হলে?
কোন গ্রন্থি নষ্ট হলে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়?
ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
কোন গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরণ গ্রন্থি?
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স' একটি অন্তঃক্ষরা গ্রন্থি-এর অবস্থান কোথায়?
বক্ষপিঞ্জরের নিচে বুকের মাঝখানে কোন গ্রন্থির অবস্থান?
থাইমাস গ্রন্থির সংখ্যা কয়টি?
থাইমাস গ্রন্থি কী তৈরি করে?
মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় কোন গ্রন্থি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে?
গুরুমস্তিষ্কের পশ্চাৎ দিকে মধ্যমস্তিষ্কের অভ্যন্তরে কোন গ্রন্থির অবস্থান?
পিনিয়াল গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম কী?
মেলাটোনিন নিয়ন্ত্রণ করে কোনটি?
প্যারাথাইরয়েড গ্রন্থির অতিরিক্ত ক্ষরণে দেখা দেয়-
i. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
ii. স্নায়বিক উত্তেজনা
iii. অনুভূতিপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
টিটেনি রোগের লক্ষণ হলো-
i. মাংসপেশির অস্বাভাবিক সংকোচন
ii. মাংসপেশির অস্বাভাবিক খিঁচুনি
iii. অস্বাভাবিক স্নায়বিক উত্তেজনা
প্যারাথাইরয়েড গ্রন্থি নষ্ট হয়ে গেলে-
i. ক্যালসিয়ামের অভাব দেখা যায়
ii. টিটেনি রোগ দেখা যায়
iii. হাড় চিকন ও দুর্বল হয়ে যায়
লিম্ফোসাইট কোথায় জমা হয়?
i. লিম্ফ গ্রন্থিতে
ii. যকৃতে
iii. রক্তে
অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হরমোন হচ্ছে-
i. প্যারাহরমোন
ii. ইনসুলিন
iii. গ্লুকোজেন
শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে-