প্রয়োজন কীসের উপাদান?
"প্রেষণা বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে" ভোগেল এর এই সংজ্ঞা কোনটি নির্দেশ করে?
জন্মগতভাবে সৃষ্ট জীবনধারণের জন্য অপরিহার্য, ভারসাম্য সংস্থাপক মানসিক প্রক্রিয়া কোনটি?
খাদ্য গ্রহণের আচরণ, তৃষ্ণা নিবারণ প্রাণীর কোন ধরনের প্রেষণার অন্তর্গত?
প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ বা সক্রিয় করে তোলে-
i. আকাঙ্ক্ষা
ii. প্রয়োজন
iii. আগ্রহ
নিচের কোনটি সঠিক?
প্রেষণা এমন অবস্থা যেখানে উদ্দেশ্য লাভের জন্য-
i. তীব্র আকাঙ্ক্ষার উদয় হয়
ii. তীব্র অনুরাগের উদয় হয়
iii. তীব্র ইচ্ছার উদয় হয়
প্রেষণা আচরণের যেসব বিষয়ের সাথে সম্পর্কযুক্ত-
i. একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আচরণের সূত্রপাত
ii. আচরণের তীব্রতা ও শক্তি
iii. আচরণের নিবৃত্তি
প্রেষণার উপাদান হচ্ছে-
iii. অনুভূতি
প্রেষণার কাজ হলো-
i. প্রাণীকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা
ii. প্রাণীর আচরণ নির্ধারণ করা
iii. প্রাণীকে কর্মশক্তি দান করা
উত্তেজনা উপশম করার জন্য প্রাণী যে আচরণ করে তাকে কী বলে?
প্রাণী তার অস্থিরতা দূর করার জন্য যে আচরণ করে তাকে কী বলে?
প্রয়োজন বা অভাববোধ থেকে কীসের উদ্ভব হয়েছে?
অভাববোধ থেকে প্রাণীর মধ্যে কোন অবস্থার সৃষ্টি হয়?
কোনটি থেকে প্রাণীর মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়?
প্রেষণা চক্রের প্রাথমিক ধাপ কোনটি?
যা প্রাণীকে কার্যে প্রবৃত্ত করে তাকে কী করে?
প্রেষণা চক্রের মূল বক্তব্য কী?
কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে কেমন হয়ে ওঠে?
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ আবর্তনের শেষ নাই। এ বাক্যে কিসের আবর্তন ইঙ্গিত করে?
ক্ষুধায় পীড়িত ব্যক্তি হয়ে ওঠে-
i. অশান্ত
ii. চঞ্চল
iii. সক্রিয়