মানচিত্রকে অধিক ব্যবহারপযোগী করতে কোন পদ্ধতি আবশ্যক?
মানচিত্র যেসব রেখার সমতল ক্ষেত্রের উপর অংকিত প্রতিরূপ—
i. অক্ষরেখার ii. নিরক্ষরেখার
iii. দ্রাঘিমারেখার
নিচের কোনটি সঠিক?
বিজ্ঞানের বিভিন্ন শাখার অনুসারীরা বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপনের জন্য ব্যবহার করেন -
i. মানচিত্র
ii. স্কেল
iii. নকশা
মানচিত্রের প্রয়োজন-
i. ভূগোল অধ্যয়নে
ii. রেখাচিত্র প্রদর্শনে
iii. ভৌগোলিক প্রপঞ্চ বিশ্লেষণে
মানচিত্র ধারণা দেয় কোনো দেশের বা অঞ্চলের-
i. ভূপ্রকৃতির
ii. জলবায়ুর
iii. উদ্ভিদ, মাটি ও পানির
নৌসারণিগুলো বিশেষভাবে প্রয়োজন—
i. সমুদ্র ভ্রমণকারীদের
ii. নভোমণ্ডল ভ্রমণকারীদের
iii. পর্যটকদের
Scale এর আভিধানিক অর্থ কী?
তুলনামূলক মাপনী কয় প্রকার?
যখন কোনো স্থানের বিভিন্ন অংশ ক্ষুদ্রাকারে মানচিত্রে প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন কোন স্কেল ব্যবহৃত হয়?
উল্লম্বের মাপনী কী কাজে ব্যবহৃত হয়?
২ সে.মি. = ২ কি.মি. হলে প্রতিভূ অনুপাত হবে-
কোনটি সরল স্কেল অঙ্কনের সর্বাধিক প্রচলিত পদ্ধতি?
কণীয় স্কেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
কোন প্রকার স্কেল পৃথিবীর সকল দেশের জন্য ব্যবহারযোগ্য?
কোন পর্যায়ের পাঠ গ্রহণের জন্য কর্ণীয় স্কেল ব্যবহার করা হয়?
প্রত্যক মানচিত্রের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
প্রবৃত দূরত্বের সাথে মানচিত্রের দূরত্বের সম্পর্ককে কী বলে?
মানচিত্রের কোন উপাদানটি দূরত্ব নির্ণয়ে আবশ্যক?
প্রত্যেব মানচিত্রে কোন ধরনের মাপনী থাকা উচিত?
মানচিত্রে স্কেল নির্দেশের বিভিন্ন উপায়ের মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি?