ভূপৃষ্ঠের অবয়বগুলোর প্রকৃত অবস্থা থেকে আকার ও আয়তনের দিক থেকে কতটুকু ছোট করা হয়েছে তা প্রকাশ করার পদ্ধতিকে কী বলা হয়?
মানুষের ক্রিয়া-কর্ম নিয়ন্ত্রণ করে কোনটি?
জীবিকা নির্বাহের জন্য মানুষের কার্যকলাপ হয় কোন ধরনের?
ভূপৃষ্ঠে মাধ্যমে মানবসৃষ্ট ভূদৃশ্যের পাঠ করা হয় ভূগোলের কোন শাখায়?
প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ ধারণার বিপরীতে মত প্রদান করেন কোন ভূগোলবিদ?
মানব ভূগোলের বিষয়বস্তু নয় কোনটি?
মানুষ ও স্থান সম্পর্কিত ভূগোলের বিশেষায়িত শাখা কোনটি?
সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ হলো মানব ভূগোল— কে বলেছেন?
মানবীয় পরিবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোন দার্শনিক?
হিপোক্রেটিস কোন দেশের অধিবাসী ছিলেন?
গ্রিক পণ্ডিতেরা ভূগোলকে আখ্যা দিয়েছিলেন —
i. কোরোলজি হিসেবে
ii. ক্ষেত্রবিজ্ঞান হিসেবে
iii. মানব ভূগোল হিসেবে
নিচের কোনটি সঠিক?
মানব ভূগোলের জন্য অত্যাবশ্যকীয় -
i. মানুষ
ii. প্রকৃতি
iii. ভূঅভ্যন্তরের গভীরতা
মানব ভূগোলের প্রধান বিষয়বস্তু-
i. মানুষ ii. পরিবেশ
iii. অর্থনৈতিক ক্রিয়াকলাপ
মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারা যায়
i. পরিবেশের সাথে মানুষের সম্পর্ক
ii. অভিগমনের প্রকৃতি ও ধরন
iii. নদীর সঞ্চয় ও ক্ষয়কাজ
মানব ভূগোল হলো—
i. মানুষ সম্পর্কিত জ্ঞান
ii. স্থান সম্পর্কিত জ্ঞান
iii. স্থানভেদে মানুষের সামাজিক অবস্থা
প্রাকৃতিক ও মানব ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ভৌগোলিকভাবে পৃথক অঞ্চল আমরা কীসে প্রকাশ করি?
পৃথিবীর বিভিন্ন সম্পদের উৎপত্তিস্থল এবং বণ্টনের প্রকৃত কারণ আলোচনা করে কোন ভূগোল?
মানুষ ও রাষ্ট্র সম্বন্ধে ধারণা দেয় ভূগোলের কোন শাখা?
সামাজিক ভূগোলে যেসব উপাদান পরিলক্ষিত হয় তা মানব ভূগোলের উপশাখা হিসেবে পরিচিত। এর উদাহরণ কোনটি?