দূরত্ব নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত স্কেল হচ্ছে –
i. সরল
ii. কণীয়
iii. ভার্ণিয়ার
নিচের কোনটি সঠিক?
জনাব নাজিম বলেন, স্কেলের ভিত্তিতে মানচিত্রের প্রকারভেদ হলো-
i. ক্ষুদ্র স্কেলের মানচিত্র
ii. বৃহৎ স্কেলের মানচিত্র
iii. মাঝারি স্কেলের মানচিত্র
মানচিত্রে স্কেলের ব্যবহার সম্পর্কে যৌক্তিক যেগুলো—
i. মানচিত্রকে সুন্দর করার জন্য
ii. মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য
iii. জরিপ কাজের জন্য
বহু জটিল ভূদৃশ্য অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন --
i. মানচিত্র ii. স্কেল
iii. নক্সা
মানচিত্রের দুটি স্থানের দূরত্ব নির্ণয় করা যায় কীসের সাহায্যে?
সরল স্কেল অঙ্কন করতে একটি সরলরেখাকে কয়টি অংশে বিভক্ত করা হয়?
একটি সরল মাপনীর গৌণ বিভাগগুলোকে পুনরায় ভাগ করার পদ্ধতিকে কী বলে?
কোন ধরনের মাপনীর সাহায্যে নিখুঁতভাবে মানচিত্র অঙ্কন করা যায়?
কর্ণীয় স্কেলে পাঠ গ্রহণের সূক্ষ্মতা নির্ভর করে কোনটির উপর?
ভৌগোলিক মানচিত্র পরিমাপের জন্য বৃত্তলেখ অঙ্কনের উদ্দেশ্যে কোন মাপনী ব্যবহার করা হয়?
পরিসংখ্যান মানচিত্রে স্বতন্ত্র পরিমাণ দেখাবার জন্য বৃত্তের পরিবর্তে গোলক অঙ্কনের ক্ষেত্রে কোন মাপনী ব্যবহার করা হয়?
মানচিত্র বা নকশার অবস্থান ও দূরত্ব নির্ণয়ে যে পদ্ধতিগুলো ব্যবহৃত হয়-
i. বর্ণনা
ii. রেখাচিত্র
iii. প্রতিভূ অনুপাত
মানচিত্রে স্কেল নির্দেশ করার পদ্ধতি -
i. বর্ণনামূলক
iii. সংখ্যাসূচক ভগ্নাংশ
মানচিত্র ছোট বা বড় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
নতুন মানচিত্রের স্কেলের ও মূল মানচিত্রের স্কেলের অনুপাতে ১ অপেক্ষা কম হলে নতুন মানচিত্রের কিরূপ পরিবর্তন হবে?
মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?
১ : ১০০০০ স্কেলে একটি সরবরাহকৃত মানচিত্রকে ১ : ৮000 স্কলে পুনরাঙ্কিত করলে নতুন মানচিত্র সরবরাহকৃত বা মূল মানচিত্র অপেক্ষা কত গুণ সম্প্রসারিত হবে?
১ ৬০০০ স্কেলের মানচিত্রকে ১.৫ গুণ সম্প্রসারিত করলে নতুন মানচিত্রের স্কেল হবে -
মানচিত্রের সংকোচনে কোন পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সুবিধাজনক?
মানচিত্র ছোট বা বড় করা যায়—
i. পেন্টোগ্রাফের সাহায্যে
ii. এইডোগ্রাফের সাহায্যে
iii. ক্যামেরার সাহায্যে