স্থলভাগে বাঁধা পেয়ে যে নতুন স্রোতগুলোর উৎপাত্তি হয়েছে – -
i. বেঙ্গুয়েলা
ii. কানরি
iii. পশ্চিম অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
মগ্ন চড়ায় সৃষ্টি হয়—
i. উষ্ণ ও উষ্ণ স্রোতের মিলনে
ii. শীতল ও শীতল স্রোতের মিলনে
iii. উষ্ণ ও শীতল স্রোতের মিলনে
উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে- -
i. উত্তর আমেরিকার পূর্বাংশে ও পশ্চিম ইউরোপে ব্যবসা-বাণিজ্য বেড়েছে
ii. এ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়
iii. সারা বছর জাহাজ এ অঞ্চলগুলোয় চলাচল করে
সুমেরু স্রোতের উৎপত্তির কারণ—
i. মেরুদেশীয় বায়ুর প্রভাব
ii. সুমেরু মহাসাগরের লবণাক্ততা
iii. আটলান্টিক মহাসাগরের গভীরতা
ঝড়, বৃষ্টি ও কুয়াশার উদ্ভব হয়—
i. উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে
ii. শীতল ল্যাব্রাডর স্রোতের কারণে
iii. বেঙ্গুয়েলা স্রোতের সান্নিধ্যে