স্থলভাগে বাঁধা পেয়ে যে নতুন স্রোতগুলোর উৎপাত্তি হয়েছে – -
i. বেঙ্গুয়েলা
ii. কানরি
iii. পশ্চিম অস্ট্রেলিয়া
নিচের কোনটি সঠিক?
মগ্ন চড়ায় সৃষ্টি হয়—
i. উষ্ণ ও উষ্ণ স্রোতের মিলনে
ii. শীতল ও শীতল স্রোতের মিলনে
iii. উষ্ণ ও শীতল স্রোতের মিলনে
উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে- -
i. উত্তর আমেরিকার পূর্বাংশে ও পশ্চিম ইউরোপে ব্যবসা-বাণিজ্য বেড়েছে
ii. এ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়
iii. সারা বছর জাহাজ এ অঞ্চলগুলোয় চলাচল করে
সুমেরু স্রোতের উৎপত্তির কারণ—
i. মেরুদেশীয় বায়ুর প্রভাব
ii. সুমেরু মহাসাগরের লবণাক্ততা
iii. আটলান্টিক মহাসাগরের গভীরতা
ঝড়, বৃষ্টি ও কুয়াশার উদ্ভব হয়—
i. উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে
ii. শীতল ল্যাব্রাডর স্রোতের কারণে
iii. বেঙ্গুয়েলা স্রোতের সান্নিধ্যে
চন্দ্র ও সূর্যের জোয়ার সৃষ্টির ক্ষমতার অনুপাত—
জোয়ার-ভাটা সংঘটনের প্রধান কারণ-
মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে?
সমুদ্রের জলরাশি প্রতিদিনই কোনো একটি সময়ে ধীরে ধীরে ফুলে ওঠে, একে কী বলে?
জোয়ার কয় প্রকার?
একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
সমুদ্রের পানির সময়ান্তরে পতনকে কী বলে?
একই স্থানে প্রতিদিন কয় ঘণ্টা পর পর জোয়ার-ভাটা হয় ?
মহাকর্ষ শক্তি কয়টি নিয়ামকের উপর নির্ভর করে?
অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
পৃথিবীর এক অংশে যখন মুখ্য জোয়ার হয় তখন বিপরীত অংশে কোন জোয়ার হয়?
কখন মরা কাটাল সংঘটিত হয়?
জোয়ার-ভাটার ফলে নদীর পানি কীরূপ থাকে?
কীসের প্রভাবে মুখ্য জোয়ার-ভাটা হয়?
চন্দ্রের দিকের জোয়ার কোনটি?