দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের কোন অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়?
দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোন দ্বীপের নিকট দুই ভাগে বিভক্ত হয়েছে?
কোন স্রোতের জন্য কানাডার পশ্চিম উপকূল বরফমুক্ত থাকে?
উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি যে স্রোতহীন সাগরের সৃষ্টি করেছে তাকে কী বলে?
শৈবাল সাগর নামটির উৎপত্তি কোন শব্দ থেকে?
ল্যাব্রাডর উপকূলে কোন স্রোতের প্রভাবে সারাবছর উষ্ণতা হ্রাস পায়?
সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় কোন স্রোতটি?
প্রধানত কোন স্রোতের প্রভাবে কানাডার উপকূলে জাহাজ চলাচলে সমস্যা হয়?
গ্রান্ড ব্যাংক কী?
উপসাগরীয় স্রোতের পানির রং কী?
কোন স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটে?
উষ্ণ উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
কোন বায়ুর প্রভাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কুমেরু স্রোত সৃষ্টি হয়?
দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম কী?
মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণস্রোতের নাম কী?
উত্তর নিরক্ষীয় স্রোতের যে শাখা বাহামা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয় তাকে কোন স্রোত বলে?
ল্যাব্রাডর স্রোতের রং কীরূপ?
নিরক্ষীয় প্রতিস্রোত নিরক্ষরেখা বরাবর কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর আটলান্টিক স্রোত প্রবাহের প্রভাবে কোন উপকূল বরফ মুক্ত থাকে?
কোন মহাসাগরে কোনো শীতল স্রোত নেই?