আগুলহাস কোন মহাসাগরীয় স্রোত?
সোমালি স্রোত কোথায় উৎপত্তি লাভ করে?
গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে যে স্রোত প্রবাহিত হয় তাকে কী বলে?
কোন নদীর বিপুল জলরাশি উপসাগরীয় স্রোতের বেগকে বৃদ্ধি করে থাকে?
কোন স্রোতটি উপসাগরীয় স্রোত হতে সৃষ্টি হয়েছে?
উপসাগরীয় স্রোতের কোন শাখা স্রোতটি গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে উত্তর সাগরে প্রবেশ করেছে?
ভারত মহাসাগরীয় দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি মাদাগাস্কারের নিকট কয়টি শাখায় বিভক্ত হয়েছে?
কোন স্রোতের প্রভাবে গ্রান্ড ব্যাঙ্ক নামক মগ্নচড়ার সৃষ্টি হয়েছে?
কোন স্রোত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলকে মেষচারণ ক্ষেত্রে পরিণত করেছে?
ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
উত্তর ভারত মহাসাগরে কোনটির প্রাধান্য বেশি?
ভারত মহাসাগরীয় স্রোতধারা কোন বায়ু দ্বারা প্রভাবিত?
গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের প্রভাবে কোথায় প্রবল বৃষ্টিপাত হয়?
কোন কোন দেশের আমদানিতে গ্রীষ্মকালীন মৌসুমি স্রোতের গতিপথে অল্প সময়ে জাহাজ উপকূলে পৌঁছাতে পারে?
মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
উত্তর ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
সমুদ্রস্রোতগুলো যেভাবে প্রবাহিত হয়-
i. নিয়ত বায়ুপ্রবাহের অনুসারে
ii. উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে
iii. দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে
নিচের কোনটি সঠিক?
যে কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়
i. পৃথিবীর আবর্তন
ii. বায়ুপ্রবাহ
iii. উষ্ণতার তারতাম্য
সমুদ্রের গভীরতার কারণে পানির উষ্ণতার পার্থক্য ঘটে
i. গভীর সমুদ্রে
ii. অগভীর সমুদ্রে
iii. স্থলভাগ সংলগ্ন সমুদ্রে
নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পানিতে লবণাক্ততা কম, কারণ—
i. অতিরিক্ত বৃষ্টিপাত
ii. দীর্ঘস্থায়ী অধিক উষ্ণতা
iii. স্থির বায়ুস্তর