মরু অঞ্চলে সন্ধ্যার সময় পিস্তলের গুলির ন্যায় শব্দ হয়, তা কীসের শব্দ?
পানির দ্বারা কোন জাতীয় শিলার বিচূর্ণীভবন বেশি হয়?
চাপ হ্রাসজনিত বিচূর্ণীভবন ঘটে কোন জাতীয় শিলায় ?
বিভিন্ন স্থানে আবহাওয়ার তারতম্যের জন্য কোন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে?
বৃহৎ শিলার ওপরের স্তর সরে গেলে একে কী বলে?
দিন ও রাতের তাপের ব্যাপক পার্থক্য হয়ে থাকে কোন অঞ্চলে?
পানির দ্বারা সাধারণত কয়টি প্রক্রিয়ায় শিলার বিচূর্ণীভবন সংঘটিত হয়?
শিলার বিচূর্ণীভবনে অংশগ্রহণ কালে হিউমাস কীসে পরিণত হয়?
নগ্নীভবন অর্থ কী?
দীর্ঘ শুষ্ক মৌসুমে শিলার ফাটল বরাবর ভিতরের পানি কোন শক্তির টানে ওপরে উঠে আসে?
উচ্চ পর্বতে খাড়া ঢালে কোনো শিলাখণ্ড আলগা হলে কোন শক্তির প্রভাবে নিচে পতিত হয়?
বাতাসের অক্সিজেন লৌহের সাথে যুক্ত হয়ে হলুদ বা বাদামি রঙের যৌগ গঠন করে তার নাম কী?
বিচূর্ণীভবনের কারণে শীতপ্রধান দেশে কী পরিলক্ষিত হয়?
সাধারণত তুষারের দ্বারা বিচূর্ণীভবন সংঘটিত হয় কোন অঞ্চলে?
তাপমাত্রার তারতম্যে শিলার স্তর পিয়াজের খোসার মতো খুলে যায়, তাকে বলে—
বিচূর্ণীভবন প্রক্রিয়ায় কোনটির প্রভাব বেশি?
রাসায়নিক প্রক্রিয়ায় পানিযুক্ত হয়ে খনিজের যে পরিবর্তন ঘটে তাকে কী বলা হয়?
বিভিন্ন খনিজের সাথে কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক সংযোগকে কী বলে?
ফেলসপার খনিজের রাসায়নিক পরিবর্তন হয় প্রধানত কোন প্রক্রিয়ায়?
নগ্নীভবনে প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাবরণী অপসারিত হলে তাকে কী বলে?