বদ্বীপ অঞ্চলে নতুন ভূমিরূপ সৃষ্টি হয় কোন গতিতে?
পৃথিবীর বিখ্যাত কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
কোন নদীর ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত?
মিশরের নীলনদে প্রাথমিক ভূমিরূপে কোনটি দেখা যায়?
আঁকাবাঁকা অবস্থায় বাঁক বৃদ্ধির ফলে নদী আঁকাবাঁকা পথ ছেড়ে সোজা পথ বেছে নেয়। একে কী বলে?
পলিজ কোণ কী ধরনের মাটি দ্বারা গঠিত?
মধ্যগতিতে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি?
বিশ্বের সর্ববৃহৎ গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের কোন অংশে অবস্থিত?
বহুকাল অতীত হলে বন্যাকবলিত এলাকায় কী সৃষ্টি হয়?
বাংলাদেশের কোথায় চলন বিল অবস্থিত?
নিম্নগতিতে নদীর স্রোতবেগ কেমন হয়?
বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়?
পর্বতের পাদদেশে অনেকগুলো পলিজ পাখা মিলিত হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত যে একক সমভূমির সৃষ্টি হয় তাকে কী বলে?
ক্ষয় কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটি?
নদীর পার্বত্য অবস্থায় দেখা যায়
i. বদ্বীপ
ii. গিরিখাত
iii. জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
সমভূমি অঞ্চলের নদী উপত্যকা
i. প্রশস্ত
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়
মধ্য এবং নিম্নগতিতে নদীখাতে সঞ্চিত হয় নদীবাহিত —
i. পাথর খণ্ড ii. নুড়ি
iii. কাঁকর
নদীর মোহনায় পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠে—
i. চর
ii. বদ্বীপ
iii. উপত্যকা
নদী সোপান সৃষ্টির কারণ হলো— ।
i. নদী যখন পুনরুজ্জীবন লাভ করে
ii. ঋতু পরিবর্তনের সাথে পানির পরিমাণ যখন পরিবর্তিত হয়
iii. তলদেশে যদি কঠিন ও কোমল শিলা থাকে
পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ—
i. অতিরিক্ত বৃষ্টিপাত ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন