গুরুমণ্ডলের ভাসমান পৃথিবীর পৃষ্ঠদেশের আবরণগুলো কী দিয়ে তৈরি?
ভঙ্গিল পবর্তের উৎপত্তি হয় কোন ভূআলোড়নের ফলে?
মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি?
মহীভাবক আলোড়ন কীভাবে ক্রিয়াশীল?
গিরিজনি আলোড়ন সংঘটিত হয় কীভাবে?
পাত সঞ্চালনের ফলে সৃষ্টি হতে পারে -
i. ভূমিকম্প
ii. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
iii. পাহাড় ধস
নিচের কোনটি সঠিক?
মহাদেশীয় এবং মহাসাগরীয় Plate এর গতির কারণ - -
i. পরিচলন স্রোত
ii. ভূমিকম্প
iii. ঘনত্বের তারতম্য
ভূ-পৃষ্ঠের সেখানে আজ পাহাড় পর্বত, কয়েক হাজার বছর বিবর্তনের ফলে সেসব স্থানে সৃষ্টি হয় —
i. সমুদ্র
ii. বনভূমি
iii. সমভূমি
গিরিজনি আলোড়নের সাথে জড়িত মতবাদ-
i. প্লেট সঞ্চালন
ii. পরিচলন স্রোত
iii. মহীভাবক আলোড়ন
ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
ভূমিকম্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় কোন দেশে?
ভূমিকম্পের প্রাকৃতিক কারণ কোনটি?
ভূমিকম্পের কারণে কোন দ্বীপটি সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়?
ভূমিকম্পের ব্রহ্মপুত্র নদের ফলে গতিপথ পরিবর্তন হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে?
ভূমিকম্পের কেন্দ্রের সোজা ওপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুর নাম কী ?
চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ বসে গিয়ে কোন ধরনের উপত্যকা সৃষ্টি করে?
চ্যুতি সৃষ্টিকালে মধ্যবর্তী ভূভাগ ওপরে উত্থিত হয়ে কী সৃষ্টি করে?
১৯৮৮ সালের ৭ ডিসেম্বর কোন দেশে প্রচণ্ড ভূমিকম্পে লক্ষাধিক লোক চাপা পড়ে এবং গৃহহীন হয়ে পড়ে?
প্রশান্ত মহাসাগরীয় প্লেটের কোন সীমানা বরাবর ভূমিকম্প প্রবণতা সবচেয়ে বেশি?