পৃথিবীর অধিকাংশ ভূমিকম্পপ্রবণ কেন্দ্র কোন এলাকায় অবস্থিত?
জাপানে বছরে প্রায় কতটি ভূমিকম্প সংঘটিত হয়?
রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত?
ভূ-অভ্যন্তরেরর যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কী হয়?
ভূমিকম্পে কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে?
কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়?
কোন ভূ-কম্পন তরঙ্গের গতি দ্বারা ভূমিকম্পের কেন্দ্র নির্ণয় করা হয়?
ভূমিকম্পের কেন্দ্র ভূঅভ্যন্তরের কত কি.মি. গভীরে থাকে?
কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?
১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়?
কোন সালে রিখটার স্কেল আবিষ্কৃত হয়?
প্রযুক্ত চাপ নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলে শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হয়—
i. সমান্তরালভাবে
ii. উল্লম্বভাবে
iii. আড়াআড়িভাবে
নিচের কোনটি সঠিক?
ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়
i. মার্সেলি স্কেল ii. রিকটার স্কেল
iii. ভার্নিয়ার স্কেল
ভূমিকম্পের ফলে -
i. সমুদ্রতলের পরিবর্তন হয়
ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়
iii. ভূপাত হয়
ভূপৃষ্ঠ ফেটে গিয়ে ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে এসে জমাট বেঁধে কী সৃষ্টি করে ?
আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত গলিত পদার্থকে কী বলে?
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এরূপ সৃষ্ট পর্বতকে কী পর্বত বলে?
অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থিত কোন মহাসাগরের পশ্চিমে ?
হাওয়াই দ্বীপপুঞ্জ কোন ধরনের পর্বত?