কোনো একটি দেশের NRR 1.2 হলে, জনসংখ্যা পরিবর্তনের শতকরা হার কত?
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 2011 সালে বাংলাদেশে মোট প্রজনন হার (প্রতি হাজারে) কত?
NRR দ্বারা কী বুঝায়?
বয়স ভিত্তিক প্রজনন হারের সমষ্টিকে কি বলে?
একটি নির্দিষ্ট বছরে একটি দেশের অশোধিত জন্মহার 40 (প্রতি হাজারে) একই সময়ে 15-49 বছর বয়সের মহিলাদের সংখ্যা মোট জনসংখ্যার 20%। দেশটির সাধারণ প্রজনন হার নিম্নের কোনটি হবে?
কোনো দেশে এক বছরে মোট মৃত লোকের সংখ্যা 1500 এবং ঐ সময়ে মোট জনসংখ্যা 150000। অশোধিত মৃত্যুহার কত?
কোনো একটি বিভাগের 2012 সালের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 38987140। ঐ বিভাগের CDR 4.8 হলে, মৃত লোকের সংখ্যা কত?
কোনো স্থানের এক বছরে মোট জনসংখ্যা ও মৃত লোকের সংখ্যার অনুপাতকে কী বলে?
অশোধিত মৃত্যুহারকে প্রভাবিত করে-
i. লিজা
ii. বয়স
iii. বৈবাহিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
CDR এর ক্ষেত্রে-
i. সকল জনসংখ্যার মরণশীলতার মাত্রা নির্দেশ করে।
ii. লিঙ্গ ও বয়স বিন্যাসের উপর গুরুত্ব দেয়া হয় না
iii. এটি একটি স্থূল পরিমাপ
ম্যালথাসের সূত্র অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পায়-
একটি দেশের NGR = 9 এবং CBR = 11 ঐ দেশের CDR কত?
একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির এক্সপোনেনশিয়াল হার 2.17% হলে কত বছর পর জনসংখ্যা তিনগুণ হবে?
জনসংখ্যা দ্বিগুণ হবার সূত্রটি হলো-
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.4% হলে জ্যামিতিক পদ্ধতিতে জনসংখ্যা কত বৎসর পরে দ্বিগুণ হবে?
জনসংখ্যা বৃদ্ধির হার 2.17% হলে, উহা তিনগুণ হবে কত বছর পরে?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করার পদ্ধতি হল-
i. জ্যামিতিক
ii. গাণিতিক
iii. স্বাভাবিক
কোনো ব্যক্তি বাহির থেকে কোনো স্থানে বসবাসের জন্য আসলে তাকে কী বলা হবে?
কোনো ব্যক্তি বসবাসের জন্য নিজ বাসভূমি ছেড়ে অন্য কোথাও চলে গেলে ঐ ব্যক্তিকে কী বলে?