কোনো দৈব পরীক্ষণের নমুনাক্ষেত্রের সকল উপাদানের সংখ্যাত্মক প্রকাশের সেট হলো-
বাস্তব সংখ্যারেখায় বিরতি দিয়ে মান গ্রহণ করে নিচের কোনটি?
ছক্কা ও মুদ্রা হতে সৃষ্ট চলককে কী বলে?
যে দৈব চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যবর্তী যেকোনো মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
অবিচ্ছিন্ন দৈব চলকের মান হতে পারে কোন নির্দিষ্ট সীমার মধ্যবর্তী যে কোনো-
কোনো দেশ বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি এক হাজার জনসংখ্যার মধ্যে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে কী বলে?
কোন প্রজনন হার গণনা করতে মোট জন্মসংখ্যার সাথে সন্তান ধারণে সক্ষম মোট মহিলাদের সাথে তুলনা করা হয়?
সন্তান ধারণে সক্ষম মহিলাদের প্রজনন বয়স সীমার পরিসর প্রায় কত বছর?
কোনো একটি এলাকার একটি নির্দিষ্ট বছরের GFR প্রতি হাজারে 77.77 জন এবং ঐ বছরের 15-49 বছর বয়সী মোট মহিলার সংখ্যা 180000 জন হলে জন্মগ্রহণকারীর সংখ্যা কত?
কোনো এলাকার একটি নির্দিষ্ট বয়স গ্রুপের সন্তান ধারণে সক্ষম হাজার প্রতি বিবাহিত মহিলা কর্তৃক জীবিত শিশু জন্মের হারকে কী বলে ?
কোনো একটি শহরের TFR = 3392.2 হলে ঐ শহরের মহিলাদের বয়ঃনির্দিষ্ট প্রজনন হারগুলোর সমষ্টি কত?
অশোধিত জন্মহার নিচের কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়?
TFR এর ক্ষেত্রে-
i. একটি প্রত্যাশিত জন্মহার
ii. বয়ঃনির্দিষ্ট প্রজনন হার থেকে TFR নির্ণয় করা হয়
iii. । তম বয়স গ্রুপের ASFR = A₁ হলে তাদের TFR = SA
নিচের কোনটি সঠিক?
বয়ঃনির্দিষ্ট প্রজনন হার-
i. বয়ঃনির্দিষ্ট প্রজনন হার সাধারণ প্রজনন হারের চেয়ে ভালো
ii. বয়ঃনির্দিষ্ট প্রজনন হার থেকে মোট প্রজনন হার নির্ণয় করা যায়
iii. বয়ঃনির্দিষ্ট প্রজনন হার থেকে স্থূল সংজনন হার নির্ণয় করা যায়
প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স শ্রেণির ৫ম বয়স শ্রেণি কোনটি?
শুধু জীবিত কন্যা সন্তানের ভিত্তিতে কোনো দেশ বা অঞ্চলের 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের বয়ঃনির্দিষ্ট প্রজনন হারগুলোর সমষ্টিকে কী বলে?
GRR > 1 হলে কোনটি সঠিক?
নবজাতক কন্যা সন্তানদের মধ্যে সবাই সন্তান উৎপাদনক্ষম বয়সের শেষ সীমা পর্যন্ত বেঁচে থাকলে কোনটি সঠিক?
কোন একটি শহরের কোন বছরের TFR = 489.3 এবং GRR = 256.3 হলে ঐ শহরের ঐ বছরে জন্মগ্রহণকারী মেয়ের অংশ কত?
NRR <1 বলতে কী বুঝায়?