বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা অপেক্ষক P(x) দ্বারা প্রকাশ করা হয়, যার শর্ত হলো-i. P(x) ≥ 0ii. ΣΡ(x) = 1 iii. P(x) ≤0নিচের কোনটি সঠিক?
সম্ভাবনা বিন্যাসের শর্ত হচ্ছে-i. P(x) ≥ 0ii. ΣP(x) = 1 iii. P(x) ≤ 1নিচের কোনটি সঠিক?
অবিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f(x) দ্বারা প্রকাশ করা হয়, যার শর্ত হলো-i. f(x) ≥0
ii. f(x) ≤0 iii. ∫f(x) dx = 1নিচের কোনটি সঠিক?
মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত হেডের সংখ্যা নির্দেশক চলক হলো-
কোনো দৈব পরীক্ষণের নমুনাক্ষেত্রের সকল উপাদানের সংখ্যাত্মক প্রকাশের সেট হলো-
ছক্কা ও মুদ্রা হতে সৃষ্ট চলককে কী বলে?
যে দৈব চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যবর্তী যেকোনো মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
অবিচ্ছিন্ন দৈব চলকের মান হতে পারে কোন নির্দিষ্ট সীমার মধ্যবর্তী যে কোনো-
সময় কোন ধরনের চলক?
একটি চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকলে তাকে কী বলে
কোনটির সম্ভাব্য মানগুলো পূর্ব থেকে জানা থাকে?
যে দৈব চলকের মানসমূহ কোন নির্দিষ্ট পরিসরে সকল মান গ্রহণ করে, তাকে কী বলে?
কোনটি বিচ্ছিন্ন দৈব চলক?
অবিচ্ছিন্ন দৈব চলকের উদাহরণ-i. পরিবারে পাঁচ বছরের শিশুর সংখ্যাii. ঢাকা শহরের জানুয়ারি মাসের তাপমাত্রাiii. ব্যাংকের মুনাফানিচের কোনটি সঠিক?
বিচ্ছিন্ন দৈব চলকের উদাহরণ হলো-i. দ্বিপদী চলকii. পৈঁসু চলকiii. পরিমিত চলকনিচের কোনটি সঠিক?
অবিচ্ছিন্ন দৈব চলক এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ∫(x) এর শর্তগুলো-
i. ∫∫(x)dx=1
ii. ∫(x) ≤0
iii. ∫(x) ≥0
নিচের কোনটি সঠিক?
দৈব চলকের উদাহরণ হলো-i. কোনো হাসপাতালে দৈনিক আগত রোগীর সংখ্যাii. সড়ক দুর্ঘটনার সংখ্যাiii. কোনো ফ্যাক্টরীর একদিনের উৎপাদিত পণ্যের পরিমাণনিচের কোনটি সঠিক?
এ একটি ধ্রুবক ও x একটি দৈব চলক হলে-i. a + x একটি ধ্রুবক হবেii. ax একটি দৈব চলক হবেiii. 2a + x একটি দৈব চলক হবেনিচের কোনটি সঠিক?
অন্তরক সহগকে মূল অপেক্ষকে পরিণত করার পদ্ধতিকে কী বলে?
স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি মান পাওয়া গেলে এটি কোন ধরনের ফাংশন?