মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদি দায়ের সমষ্টিকে কী বলা হয়?
কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট মুনাফা ১০,৫০০ টাকা, পরিচালন ব্যয় ৪,১০০ টাকা, অপরিচালন আয় ২,০০০ টাকা হলে নিট লাভের শতকরা হার কত?
মজুদ আবর্তন অনুপাত-- i. বিক্রীত পণ্য ব্যয় ও গড় মজুদের সম্পর্ক নির্দেশ করেii. মজুদ ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন করেiii. ৮ গুণের বেশি হলে সন্তোষজনকনিচের কোনটি সঠিক?
মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কী যাচাই করা হয়?
সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি?
গোলাপ ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০২২ সালের স্থায়ী সম্পদ ১৫,০০,০০০ টাকা, মোট সম্পদ ২০,০০,০০০ টাকা ও মোট বহিঃ দায় ৭,০০,০০০ টাকা ছিল। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা তহবিলের পরিমাণ কত?
কোনটি অলীক সম্পত্তি?
মোট সম্পদের পরিমাণ ১০,০০,০০০ টাকা এবং বহির্দায়ের পরিমাণ ৬,০০,০০০ টাকা হলে মালিকানাস্বত্ব কত?
সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে-
i. সম্পত্তির মূল্য হ্রাস পাবে
ii. মুনাফা বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
সরলরৈখিক পদ্ধতিতে ২০১৬ সালের অবচয়ের পরিমাণ কত টাকা?
যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে তবে অবচয়ের হার কত হবে?
২০১৫ সালের অবচয়ের পরিমাণ কত?
তিন বছর পর মেশিনটির পুস্তক মূল্য কত হবে?
সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা?
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে প্রথম বছরের অবচয়ের পার্থক্যের পরিমাণ কত টাকা?
তৃতীয় বছর শেষে মেশিনটির পুস্তকমূল্য কত?
ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্য করা হলে উপর্যুক্ত হিসাবকালে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
২০১৫ সালের যন্ত্রপাতি অবচয় কত?