ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্য করা হলে উপর্যুক্ত হিসাবকালে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক?
শ্রমিক কর্মচারীদের অনার্থিক সুবিধা কোনটি?
অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে কোন অনুপাতে লাভ- লোকসান বণ্টিত হয়?
ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?
একটি প্রতিষ্ঠানের বিক্রয় ৯,০০,০০০ টাকা, মাল ক্রয় ৫,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,০০,০০০ টাকা, সমাপনী মজুদ ১,৫০,০০০ টাকা, আন্তঃপরিবহন ২৫,০০০ টাকা এবং বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত টাকা?