উক্ত ব্যবসায়ে বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
ঋণের ওপর কত টাকা সুদ ধরতে হবে?
অংশীদারদের উত্তোলনের ওপর সুদের পরিমাণ কত?
উত্তোলনের ওপর সুদের হার ১০% এর পরিবর্তে ৫% ধার্য হলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে?i. অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবেii. অংশীদারি মূলধনের পরিমাণ সমান থাকবেiii. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবেনিচের কোনটি সঠিক?
অংশীদারদের মূলধন অনুপাতে মুনাফা বণ্টন করলে সুজন কত পাবে?
রাকিব-এর উত্তোলন ৫,০০০ টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে তার সমাপনী মূলধন কত?
অংশীদারদের মধ্যে, মুনাফা বণ্টিত হয়- রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।i. চুক্তি অনুসারেii. চুক্তির অবর্তমানে সমানভাবেiii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতেনিচের কোনটি সঠিক?
চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ নিচের কোনটির অধিকারী হবেন?
অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রত্যেক মাসের শেষ তারিখে নগদ উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হয়?
প্রতি মাসের প্রথমে ১,৫০০ টাকা করে সারাবছর ধরে নগদ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
প্রতি মাসের শেষে ৩,০০০ টাকা করে সারাবছর উত্তোলন করদে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
অংশীদারদের নিকট ব্যবসায়ের পাওনা কোনটি?
রাম ও রহিম একটি অংশীদার কারবারের দুজন অংশীদার। এ বছর তারা মুনাফা পেল যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৯,০০০ টাকা তাহলে তাদের মুনাফা বণ্টনের অনুপাত কত?
একটি অংশীদারি কারবারের কমিশন চার্জপূর্ব নিট মুনাফা ১,১০,০০০ টাকা। কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার হার ১০% হলে, কমিশনের পরিমাণ কত?
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের সুদের পরিমাণ কত?
মূলধনের ওপর ৫% সুদ ধার্য করলে, মূলধনের মোট সুদের পরিমাণ হবে-
মাহি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। চুক্তি মোতাবেক বার্ষিক ৫% হাত্র প্রতি মাসের শুরুতে ৫,০০০ টাকা করে উত্তোলন করে। তার উত্তোলনের সুদের পরিমাণ কত?
লাভ-লোকসান আবণ্টন হিসাবের উদ্বৃত্ত কোথায় স্থানান্তর করা হয়?
রাফি তার অংশীদারি ব্যবসায় হতে প্রতিমাসে ৩,০০০ টাকা হারে সারাবছর উত্তোলন করেন। তিনি বৎসরে ১০,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। ৬% হারে উত্তোলনের সুদ কত?
কোনো অংশীদার প্রত্যেক মাসের প্রথম তারিখে ২,০০০ টাকা উত্তোলন করলে উত্তোলনের সুদের পরিমাণ হবে- (সুদের হার ১০%)