ভারতীয় অংশীদারি আইন-
অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়?
কোন ব্যবসায় আইনগত পৃথক ও স্বাধীন সত্ত্বা নেই?
অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশীদারদের দায় দায়িত্বের পরিধি কতটুকু?
অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?
কোন আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত হয়?
চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ কী দাবি করতে পারে?
চুক্তির অবর্তমানে বা চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে লাভ-লোকসান কীভাবে বণ্টিত হয়?
চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের প্রদত্ত ঋণের ওপর সুদ ধরা হয় কত হারে?
চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে?
চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত?
চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা বণ্টন করা হয়-
চুক্তির অবর্তমানে কোন সালের অংশীদারি আইন প্রযোজ্য -
অংশীদারদের উত্তোলনের কোনো তারিখ উল্লেখ উত্তোলনের উপর না থাকলে কত মাসের সুদ নির্ণয় করা হয় ?
অংশীদারগণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হবে?
অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে- i. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান সমহারে বণ্টিত হবেii. সকল অংশীদারের সম্মতি ব্যতীত নতুন অংশীদার আগমন ও পুরাতন অংশীদারের অংশীদারিত্বের অবসান করতে পারেiii. অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে ও সামগ্রিকভাবে বর্তায়
নিচের কোনটি সঠিক?
অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে?
'ক' প্রদত্ত ঋণের সুদের পরিমাণ কত?
'গ' এর মুনাফার পরিমাণ কত?
অংশীদারদের মূলধনের সুদের সমষ্টি কত?