বৃষ্টি তার অংশীদারি কারবার হতে বার্ষিক ৪০,০০০ টাকা নগদ উত্তোলন করে। এছাড়া কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা এখনও হিসাবভুক্ত হয়নি। বৃষ্টির উত্তোলনের ওপর ৫% হারে সুদ কত?
প্রতি মাসের শেষে ২,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
পাপ্পু ও প্রিতম দুজন অংশীদার। তারা ৩ : ২ অনুপাতে লাভক্ষতি বণ্টন করে। পাপন ১/৫ অংশের অংশীদার হিসেবে তাদের কারবারে যোগ দিল। তাদের লাভক্ষতির নতুন অনুপাত কত হবে?
অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ কত?
অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
আবরার, আফনান ও হাসানের মোট উত্তোলনের পরিমাণ কত টাকা?
এক বৎসরে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ কত?
উত্তোলনের ওপর বার্ষিক সুদের হার ১০% হলে পাপন মোট কত টাকা সুদ হিসাবে প্রদান করবে?
A ও B দু'জন অংশীদার। তারা ৩: ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। উক্ত বছরে মুনাফার পরিমাণ ৮০,০০০ টাকা। B এর মুনাফার অংশ কত?
অংশীদারি কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাবভুক্তি বাদ পড়লে-i. কারবারের মুনাফা বৃদ্ধি পাবেii. অংশীদারের মূলধন বৃদ্ধি পাবেiii. কারবারে সম্পদ বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?
নিশাত মুসা ও ফৌজিয়ার লাভ-লোকসান বণ্টন অনুপাত কত?
ফৌজিয়ার নিশ্চয়তার অর্থ ঠিক রাখতে নিশাতকে কত টাকা ছাড় দিতে হবে?
সান ও মুনের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত ২: ১। স্টারকে নতুন অংশীদার হিসাবে কারবারের লাভের ১/৪ অংশ প্রদান করা হলে তাদের কারবারের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
অংশীদারগণের মূলধনের সুদের সমষ্টি কত?
উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফা কত হবে?
আলী ও জামিল দুজন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২ঃ১। তারা বাবুকে ১০% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত হবে-
৬ : ৩ : ১
৫ : ৩ : ১
৩ : ৬ : ১
২ : ৩ : ১
স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়- i. প্রারম্ভিক মূলধনii. অতিরিক্ত মূলধনiii. উত্তোলননিচের কোনটি সঠিক?
অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি?
কোন ধরনের মূলধনের ওপর সুদ ধার্য করতে হয়?
উপরিউক্ত অংশীদারি কারবারের মূলভিত্তি কী?