মূল্যবোধ বলতে বোঝায়—
i. সমাজের রীতিনীতি
ii. আচার-আচরণের সমষ্টি
iii. অর্থ উপার্জনের মাধ্যম
নিচের কোনটি সঠিক?
মূল্যবোধ পরিবর্তিত হয়—
i. সময়ের সাথে
ii. সামাজিক ন্যায়বিচারের সাথে
iii. সামাজিক পরিবর্তনের সাথে
মূল্যবোধের ভিত্তি হলো—
i. সুশাসন/ সহমর্মিতা
ii. আইনের শাসন
iii. শ্রমের মর্যাদা
সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
i. সামাজিক মানদণ্ড
ii. সামাজিক সেতুবন্ধন
iii. পরিবর্তনশীলতা
মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে—
i. পরিবর্তনশীলতা
ii. বিভিন্নতা
iii. আপেক্ষিকতা
'ক' একজন প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার পথে এক লক্ষ টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখে, তুলে নিয়ে শ্রেণি শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষক প্রকৃত মালিকের কাছে টাকাটা হস্তান্তর করলেন।
উদ্দীপকে উল্লিখিত 'ক'-এর কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
সোমা সবসময় মানুষের কল্যাণে কাজ করে। কেউ রোগাক্রান্ত হলে তার সেবযত্ন ও চিকিৎসার ব্যবস্থা করে। সমাজের সবাই তাকে ভালোবাসে। সোমার কর্মে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়?
মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়?
কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
পরমতসহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ?
একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত?
রহিম রাজনৈতিক দলের কর্মী। অন্যান্য দলের কর্মীদের সাথে তার বন্ধুত্ব রয়েছে। তার দলের বিরুদ্ধে সমালোচনা ধৈর্যসহকারে শুনেন। রহিমের দৃষ্টিভঙ্গি কোন মূল্যবোধকে নির্দেশ করে ?
নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়?
রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কী?
সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি?
কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
মূল্যবোধের পরিবর্তন ঘটে কেন?
সামাজিক মূল্যবোধ জাগ্রত করে—
i. পৌরনীতির শিক্ষা
ii. নীতিশাস্ত্রের শিক্ষা
iii. ইতিহাসের শিক্ষা
আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে?