আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করেন?
আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতকগুলো নিয়ম যা সার্বভৌম শাসক কর্তৃক সৃষ্টি হয়েছে' —উক্তিটি কার?
আইন হচ্ছে-
i. ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি
ii. শুধু সমাজের রীতিনীতি ও আচার-আচরণের সমষ্টি
iii. সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধানের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকগণ আইন মেনে চলে। এর কারণ হলো-
i. শাস্তির ভয়ে
ii. যৌক্তিকতার উপলব্ধি
iii. স্বভাবগত/ বাধ্য হয়ে
আইনের সঠিক প্রয়োগের ফলে—
i. ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়
ii. সমতা বিরাজ করে
iii. দুর্নীতি হ্রাস পায়
আইনের শাসন বলতে বোঝায়—
i. আইনের প্রাধান্য
ii. আইনের দৃষ্টিতে সমতা
iii প্রথার প্রাধান্য
আইনের শাসন বলতে বোঝায়-
i. আইন হবে সার্বভৌম
ii. অপরাধীকে শাস্তি দেওয়া
iii. আইনের চোখে সবাই সমান
নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন?
কোনটি সরকারি আইন নয়?
রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এ আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
মি. আলমগীর একজন জনপ্রতিনিধি। তিনি সামাজিক নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি সমাজে শান্তি-শৃ নাগরিকের নিরাপত্তা ও অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন প্রয়োগ করেন?
অধ্যাপক হল্যান্ড সরকারি আইনকে কত ভাগে ভাগ করছেন?
কোন শ্রেণির আইনকে মৌলিক আইন বলা হয়?
Ordinance কী?
টাকা চুরির দায়ে মরম আলীর সাজা হলো। মরম আলীর এ বার কোন আইনের দ্বারা হলো?
রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণে যে আইন প্রয়োগ করা তাকে বলে-
বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধ কোন আইনের মাধ্যমে মীমাংসা করা সম্ভব।
ল্যাটিন শব্দ 'Moralitas' এর অর্থ কী?
নৈতিকতার ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেন কারা?
শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক'—উক্তিটি কার?