সুশাসন নিশ্চিত করতে কীরূপ সরকার ব্যবস্থা প্রয়োজন?
মূল্যবোধ কী?
ফিরোজ এমন একটি দেশে বাস করে যেখানে সকলেই একই শাসকশাসিত, ধনী-গরিব অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য । ফিরোজের দেশে কোনটি বিদ্যমান?
সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো—
i. সামাজিক ন্যায়বিচার
ii. সহনশীলতা
iii. আইনের শাসন
নিচের কোনটি সঠিক?
সুশাসনের উপাদানসমূহ হলো—
i. জনগণের অংশগ্রহণ
ii. আইনের অপব্যবহার
iii. দায়িত্বশীলতা
স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?
আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
গণতন্ত্রের প্রাণ হলো —
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
আইনের প্রধান উৎস কোনটি?
কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
“আইন হচ্ছে আবেগহীন যুক্তি” – কে বলেছেন?
দ্ব্যর্থবোধক আইন পরিহার করা হয় কেন ?
আইনের অপরিহার্য শর্ত কোনটি?
আইন কী?
আইনের বৈশিষ্ট্য কোনটি?
আইন মেনে চলার মূল কারণ কী?
'ন্যায় সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত নীতির স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন'- উক্তিটি কার?
আইনের ইংরেজি প্রতিশব্দ Law এটি এসেছে—
ইংরেজি Law শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে?