আইনের শাসনের অর্থ কী?
শ্ৰেষ্ঠতম মানব গুণ কোনটি?
আইনের শাসন বিদ্যমান থাকলে—
i. সরকার স্বেচ্ছাচারিতার সুযোগ পায়
ii. নাগরিকগণ নিজ সুবিধাগুলো ভোগ করতে পারে
iii. সরকারি কর্মচারীবৃন্দ দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ করে
নিচের কোনটি সঠিক?
আইনের অনুশাসন থাকলে—
i. সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারে না
ii. বিনা বিচারে কাউকে শাস্তি প্রদান করা যাবে না
iii. সুশাসন প্রতিষ্ঠিত হয় না
সামাজিক অনুশাসনের দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয় -
i. নৈতিক মূল্যবোধ
ii. মানবিক মূল্যবোধ
iii. সামাজিক মূল্যবোধ
'আইন' এর ইংরেজি শব্দ কী?
“সার্বভৌমের আদেশই আইন”- উক্তিটি কার?
আইন কী?
“আইন হচ্ছে আবেগহীন যুক্তি।”- কার উক্তি?
“যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন”— উক্তিটি কার ?
আইন শব্দটি কোন ভাষার?
'Law' শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে?
Law শব্দটির আভিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে?
“আইনের চোখে সবাই সমান”- কে বলেছেন?
আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছেন?
আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?
আইনের সুপ্রাচীন উৎস কোনটি?
সভ্য সমাজের মানদণ্ড কোনটি?
ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যে সকল নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন।' উক্তিটি কার?