জিবেরেলিন এর প্রভাবে-i. কাজের অতি বৃদ্ধি ঘটেii. বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমায়iii. ফুল ফোটাতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
সাইটোকাইনিনের কাজ-i. ফুল ফোটাতে ভূমিকা রাখেii. কোষ বৃদ্ধিতে ভূমিকা পালন করেiii. বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে
ফ্লোরিজেনের কাজ কোনটি?
i. বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমানোi. ফুল ফোটাতে সাহায্য করাiii. পত্র মুকুলকে পুষ্প মুকুলে রূপান্তর করা
পস্টুলেটেড হরমোনের উদাহরণ-i. ভার্নালিনii. অক্সিনiii. ফ্লোরিজেন
পস্টুলেটেড হরমোনের কাজ হলো-
i. ফুল ও জনন অঙ্গের বিকাশ করাii. পত্রমুকুলকে পুষ্প মুকুলে স্থানান্তর করাiii. ফুল ফুটতে সাহায্য করা
ইথিলিন উদ্ভিদের-
i. ফুল, ফল ও পাতায় দেখা যায়
ii. শাখা কলমে মূল গজাতে সাহায্য করে
iii. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
ইথিলিন হরমোনটি—i. একটি গ্যাসীয় পদার্থii. ফল পাকাতে সাহায্য করেiii. ফুলের ঝরে পড়া ত্বরান্বিত করে
ফটোট্রপিক চলন এক ধরনের-i. সামগ্রিক চলনii. সোজা চলনiii. বক্র চলন
অনুভূতিবাহী স্নায়ুর উত্তেজনার ফলে—
i. উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়
ii. . যন্ত্রণাবোধ, স্পর্শ জ্ঞান উপলব্ধি করা
iii. উত্তেজনা মস্তিষ্কের বিপরীতে অগ্রসর হয়
পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলাম অংশটি-i. ডান ও বাম দুই অংশে বিভক্ত থাকেii. বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ থাকেiii. বাইরের দিকে কালো আবরণ থাকে
মেডুলা অবলংগাটার কাজ হলো-
i. খাদ্য গলধকরণ করাii. হৃৎপিণ্ড, ফুসফুস ও গলবিলের কাজ নিয়ন্ত্রণ করাiii. প্রবণ ও ভারসাম্য রক্ষা করা
প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয় -i. মস্তিষ্ক দ্বারাii. সুযুগ্মকাণ্ড দ্বারাiii. দেহের নির্দিষ্ট অঙ্গ দ্বারা
হরমোন সাহায্য করে—
i. বিপাকীয় কাজেii. শারীরবৃত্তীয় কাজেiii. বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে
থাইরক্সিন হরমোন-i. দৈহিক বৃদ্ধি ঘটায়ii. গলার স্বর পরিবর্তন করেiii. বিপাকে সহায়তা করে
মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো হলো-i. কর্টেক্সii. সেরিবেলামiii. পনস ও মেডুলা অবলাংগাটা
মধ্যমস্তিষ্ক-
i. পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশii. এর পিছনের অংশ পনসiii. সেরিবেলাম ও মেডুলা অবলংগাটাকে সংযুক্ত করে
প্রতিবর্তী ক্রিয়া-i. সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ii. মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়iii. ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে
আইলেটস অফ ল্যাংগারহ্যানস
i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
ক্যালসিটোনিন-
i. এক প্রকার হরমোনii. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হয়iii. ক্যালসিয়ামকে বিপাকে জড়িত
ধাইরয়েড গ্রন্থির কার্যক্রম বাধাগ্রস্ত হলে-i. রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে:ii. বিপাক কার্য বাধাগ্রস্ত হবেiii. চোখ বের হয়ে আসবে