মেডুলা অবলংগাটার কাজ হলো-
i. খাদ্য গলধকরণ করাii. হৃৎপিণ্ড, ফুসফুস ও গলবিলের কাজ নিয়ন্ত্রণ করাiii. প্রবণ ও ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ধাত্তর প্রাণীর ক্ষেত্রে-
i. এরা আবর্জনা খায়
ii. শকুন, শিয়াল, হায়েনা ইত্যাদি
iii. এরা মৃতদেহ খেয়ে পরিবেশ নোংরা করে
কোনটি স্নায়ুতন্ত্রের পরিচালক?
অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে কোনটি?
Q ও R-এর মধ্যে-
i. Q নির্দিষ্ট আকারবিহীন হলেও R বিভিন্ন আকারের
ii. Q নিউক্লিয়াসযুক্ত হলেও R নিউক্লিয়াসবিহীন
iii. Q রক্ত জমাটে সাহায্য করে এবং R জীবাণু ধ্বংস করে
জীববৈচিত্র্য বলতে বুঝায়-i. একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য থাকে নাii. জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতা।iii. এদের তিন ভাগে ভাগ করা যায়