প্রজনন কোন ধরনের কার্যক্রম ?
কোন উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে থাকে?
জীবদেহে কোষ বিভাজন ঘটে কোন প্রক্রিয়ায়?
ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের ফলে?
জীবের অন্যতম বৈশিষ্ট্য কী?
একটি আদর্শ ফুলের কয়টি অংশ?
কোনটি অবৃন্তক ফুল?
যে ফুলে পাঁচটি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে কী বলা হয়?
উভলিঙ্গা ফুল কোনটি?
একলিঙ্গ ফুল কোনটি?
নিচের কোনটি উভলিঙ্গ ফুল?
রজনীগন্ধা ফুলে পাপড়ি এবং বৃত্তি একত্রে মিলে একটি আলাদা অংশ তৈরি করে। এটি কী ধরনের ফুল ?
Thallamus ফুলের কোথায় অবস্থান করে?
ফুলের বৃত্তশীর্ষে অবস্থানকারী গোলাকার অঙ্গটির নাম কী?
কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও পর-পরাগী?
রঙ-বেরঙের বৃত্তি কী কাজে সাহায্য করে?
গর্ভাশয়ের একাধিক গর্ভপত্রগুলো একসাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকলে তাকে কী বলে?
ফুলের পরাগধানী ও পুদেন্ডের সংযোগকারী অংশকে কী বলে?
সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি?
নিচের কোনটির পুংস্তবক Epipetalous ?