নালিবিহীন গ্রন্থি নিঃসৃত রসকে কী বলে?
হরমোন কোষের কোন কাজটি পরিচালিত করে?
প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকম কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?
পিটুইটারি অস্থি নিঃসৃত হরমোন কোনটি?
থাইমাস গ্রন্থি কোথায় অবস্থিত?
মানবদেহের সর্বাপেক্ষা ক্ষুদ্র গ্রন্থি কোনটি?
অ্যাডরেনাল গ্রস্থির অবস্থান কোথায়?
কোন গ্রন্থি হতে গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয়?
থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি?
বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
কোন গ্রন্থির হরমোন কঠিন মানসিক ও শারীরিক চাপ নিয়ন্ত্রণ করে?
গোনাডোট্রফিক হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
আইলেটস অফ ল্যাংগারহ্যানস নিঃসৃত হরমোন কোনটি?
কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোনটি?
ইনসুলিন কোথা হতে নিঃসরণ হয় ?
মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
আইলেটস অফ ল্যাংগারহ্যানস কোথায় অবস্থিত?
প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় ?
ছেলেদের গোঁফ-দাড়ি পজায় কোন হরমোনের কারণে?