“চলনে সমন্বয় সাধন” পশ্চাৎ মস্তিষ্কের কোন অংশের কাজ?
মস্তিষ্কের কোন অংশ আমাদের জ্ঞান, স্মৃতি ও চিন্তা নিয়ন্ত্রণ করে?
মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নলাকৃতি বৃহৎ অংশের নাম কী?
মধ্যমস্তিষ্কের কোন অংশ থেকে শ্রবণ ও ভারসাম্যের সাথে জড়িত স্নায়ুগুলো উৎপন্ন হয়?
কবির শব্দ করে পড়ে। তার এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ যারা নিয়ন্ত্রিত?
মস্তিষ্কের কোন অংশ মানুষের জ্ঞান নিয়ন্ত্রণ করে?
সেরিব্রাম সম্পূর্ণভাবে কয়টি অংশে বিভক্ত?
সেরিবেলামের কাজ হলো-
একগুচ্ছ স্নায়ুতন্ত্রের সমন্বয়ে তৈরি কোনটি?
কোনটি সেরিব্রামকে (Seribrum) আবৃত রাখে?
নিচের কোনটি অগ্র মস্তিষ্কের কাজ?
মানব মস্তিষ্কের মেডুলা অবলংগাটা থেকে কয় জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
মোট করটিক স্নায়ু কয়টি?
সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
মস্তিষ্কের কোন অংশটি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে?
কোন অঙ্গটি দেহের ভারসাম্য রক্ষা করে?
তুরিন স্কুলবাস থেকে দ্রুত নামার সময় দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় পড়ে গেল। তুরিনের এই সম্পূর্ণ কার্যাবলিটি মস্তিষ্কের কোন অংশটি দ্বারা নিয়ন্ত্রিত হয়?
মধ্যমস্তিষ্কের কোন অংশ থেকে এবণ ও ভারসাম্যের সাথে জড়িত স্নায়ুগুলো উৎপন্ন হয়?
সেরিব্রাম এর ডান ও বাম অংশ দুটি এক গুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে তার নাম কী?
সুধাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?