ব্যাপন কী ধরনের প্রক্রিয়া-
সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া ?
কোনো পদার্থের অণুগুলো ঘনস্থান হতে হালকা স্থানে বাশির হওয়াকে কি বলে?
পাতায় কোন্ চাপের ঘাটতি পানি শোষণে সাহায্য করে?
মধুতে আঙ্গুর ডুবিয়ে রাখলে কী হবে?
শুকনো কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে কোন প্রক্রিয়ায় ফুলে ওঠে ?
অভিস্রবণে সাধারণত কোন ধরনের পর্দা আবশ্যক?
অভিস্রবণ প্রক্রিয়ায় দুটি দ্রবণ কী দ্বারা পৃথক হয়?
অভিস্রবণে সিলেকটিভলি ভেদ্য পর্দার (বৈষম্যভেদ্য পর্দা) মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হবে?
আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিশমিশ দেখতে পেল। এক্ষেত্রে কিশমিশ টসটসে হওয়ার কারণ কী?
উদ্ভিদ কোন ধরনের পানি মূল দ্বারা গ্রহণ করে?
উদ্ভিদের জন্য সহজলভ্য পানি কোনটি?
মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি?
চোষক শক্তির টানে মাটির কৌশিক পানি কোথায় ঢুকে পড়ে?
উদ্ভিদে খনিজ লবণ শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?
কোন প্রক্রিয়ায় উদ্ভিদের খনিজ লবণ শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না?
উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয় ?
কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়?
মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?