কোনো উদ্ভিদের মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত হয়?
পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে?
পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?
উদ্ভিদে কোথায় কিউটিকল উপস্থিত?
উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কান্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?
প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনটি?
প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো?
আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার-
কোনটির প্রভাবে পত্ররন্দ্র উন্মুক্ত হয়?
কোনটি প্রস্বেদন হারকে প্রভাবিত করে?
বায়ুচাপ কমে গেলে নিচের কী পরিবর্তন ঘটে?
নিচের কোনটি প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক?
প্রস্বেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত?
প্রস্বেদনের সময় বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হার-
শীতকালে অভিস্রবণের হার কেমন হয়?
প্রস্বেদনকে প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?
উদ্ভিদের অতিরিক্ত পানি ত্যাগ করার প্রধান প্রক্রিয়া কোনটি?
কোনটিকে 'প্রয়োজীয় অমঙ্গল' বলা হয়?
জীবনীশক্তির মূল কোনটি?
সারাদেহে রক্ত পরিভ্রমণের জন্য কত মিনিট সময় লাগে?