কোষরস আরোহণ কীসের মাধ্যমে ঘটে?
ফ্লোয়েমের কোনটির মাধ্যমে পাতায় প্রস্তুত খাদ্য পরিবাহিত হয়?
জাইলেম টিস্যুর কোন অংশ দ্বারা উদ্ভিদে পানি ও খনিজ লবণ শোষিত হয় ?
প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের দায়িত্ব গ্রহণ করে-
জাইলেম ভেসেল বা ফ্লোয়েমের সিভনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের কী পরিণতি হয়?
কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কী বলে?
কোষ রস পরিবহনকে কয়ভাগে ভাগ করা যায়?
শ্বসনের পর অবশিষ্ট খাদ্য 'গোল আলুতে' কোথায় জমা থাকে?
কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সজ্জিত রাখে?
পাতায় তৈরি খাদ্য দেহের সর্বত্র পরিবহন করে-
পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?
ফ্লোয়েম টিস্যুর সীভপ্লেটের ছিদ্রগুলো নিচের কোনটি জমে গেলে ছোট হয়ে যায়?
ক্যালোজ জমা হয় নিচের কোনটিতে?
সিভনল চালুনির মতো রন্দ্রগুলো শীতকালে কোন রাসায়নিক পদার্থ জমে ছোট হয়?
কোন ঋতুতে ফ্লোয়েমে খাদ্য পরিবহন কম হয়?
ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?
প্রস্বেদন কোন ধরনের প্রক্রিয়া?
বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয়ভাবে বিভক্ত?
পত্ররন্থের সাথে যুক্ত কোষ কোনটি?