মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়?
কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়?
মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে 'I' আকৃতির ক্রোমোজোমের নাম কী?
L আকৃতির ক্রোমোসোমকে কী বলে?
সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কোনটি ক্রোমোজোমের আকৃতি নয়?
মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কোনটি?
সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন?
'V' আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
ক্রোমোজোম পানি যোজন ঘটে কোন পর্যায়ে?
নিচের কোন পর্যায়ে তনুগুলো অদৃশ্য হয়ে যায়?
এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয় ?
নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তনগত ভারসাম্য রক্ষিত হয় কোন কোষ বিভাজনে?
বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কোন কোষ বিভাজনে?
কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?
সব বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে?
জননকোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে এ পর্যন্ত কতটি জিনকে শনাক্ত করা হয়েছে?
অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি?
ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোনটি?
কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী?