মাইটোসিস কোষ বিভাজনে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত?
কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্যের হয়?
মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়?
সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে?
সাইটোকাইনেসিসের পরে কোনটি ঘটে?
কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে?
অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয় কোন ধাপে?
প্রাণিকোষের সেন্ট্রিওল থেকে যে তন্তু বিচ্ছুরিত হয় তার নাম কী?
স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত তাকে বলে?
মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?
কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
কোন পর্যায়ে সেন্টেমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাট ও মোটা হয় ?
মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে?
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?