কোলেনকাইমা কোষে—i. কোষপ্রান্ত গোলাকারii. আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারেiii. পত্রবৃত্তে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
জাইলেম ফাইবার-
i. সরু প্রান্ত বিশিষ্ট
ii. দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলোমে থাকে
iii. উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে
ভেসেল কোষের —
i. প্রাচীরে লিগনিন জমা থাকে
ii. কোষগুলো খাটো চোঙের মতো
iii. কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত থাকে
আম গাছের-i. ভেসেল কোষ রস উত্তোলন করেii. ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করেiii. সিডকোষের সাথে সঙ্গীকোষ থাকে
জাইলেম ফাইবার কোষগুলো—i. লম্বা, দুপ্রান্ত সরুii. প্রোটোপ্লাজম থাকে নাiii. দৃঢ়তা প্রদান করে
রক্ত রসের বৈশিষ্ট্য হলো-i. কোনো ধাতব পদার্থ থাকে নাii. রং ঈষৎ হলুদাভiii. ৮-৯% জৈব ও অজৈব পদার্থ থাকে
'A' টিস্যুতে ম্যাট্রিক্স বেশি, কোষের সংখ্যা কম এবং কোষগুলো ম্যাট্রিক্সের মধ্যে ছড়ানো। 'A' টিস্যুর কাজ—i. দেহে রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র তৈরিতে অংশ নেওয়াii. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করাiii. দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা
লসিকা তন্ত্র-i. টিস্যু মধ্যবর্তী জলীয় পদার্থ সংগ্রহ করেii. স্বতন্ত্র নালিকাতন্ত্র গঠন করেiii. থ্রোম্বোসাইট থাকে
কোন পদ্ধতিতে দেহ কোষের বিভাজন ঘটে?
শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে ?
কোনটি জাইলেম কলার উপাদান?
ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়?
কোন টিস্যুর মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে ?
নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বাহিত হতে কোনটি অপরিহার্য?
একটা আদর্শ নিউরনে কয়টা অংশ থাকে?
সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে?
নিচের কোনটি এককোষী জীব?
নিচের কোনটি বহুকোষী জীব?
অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে?
ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?