তরল যোজক টিস্যু কয় প্রকার?
নিউক্লিয়াস থাকে না কোনটিতে?
রক্তরসে (প্লাজমা) শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
রক্তে রক্তরসের পরিমাণ কত?
নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয় ?
লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে যাদেরকে বলে-
রক্তরসের রং কেমন?
রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কী?
লসিকার বর্ণ কীরূপ ?
কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত?
কোনটি সংকোচন ও প্রসারণশীল টিস্যু?
কোন উপাদানের উপস্থিতির কারণে পোলটিস্যু সংকুচিত-প্রসারিত হয়?
ঐচ্ছিক পেশিতে কোনটি অনুপস্থিত ?
ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
মসৃণ পেশি বলা হয় কোনটিকে?
দেহের খাদ্য হজমে অন্ত্রের ক্রমসংকোচন নিয়ন্ত্রণ করে নিচ্ছে কোনটি?
কোনটি অনৈচ্ছিক পেশি?
অভ্যন্তরীণ অঙ্গে ও রক্তনালির পাত্রে কোন পেশি বিদ্যমান?
কোন টিস্যুর কোষগুলোর মাঝে ইন্টারক্যালাটেড ডিস্ক' থাকে?