মাইটোসিস বিভাজনের ফলে-i. ক্রোমোজোমের সংখ্যা একই থাকেii. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়iii. ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
মাইটোসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের-i. মূলের অগ্রভাগেii. বর্ধনশীল পাতায়iii. ভ্রূণ মুকূল ও ভূপ মূলে
মাইটোসিস ঘটে-i. প্রাণীর দেহ কোষেii. উদ্ভিদের ভাজক টিস্যুতেiii. উদ্ভিদের সকল টিস্যুতে
মেটাফেজ ধাপের বৈশিষ্ট্য
i. ক্রোমোজোম দুই মেরুর মাঝে অবস্থান করেii. সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করেiii. ক্রোমাটিড দুটির বিকর্ষণ শুরু হয়
স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয়—i. স্পিন্ডল তন্তুii. ক্রোমোজোমাল তন্তুiii. আকর্ষণ তন্তু
প্রো-মেটাফেজ দশায়-
i. দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ii. ক্রোমোজোমগুলোতে পানি যোজন শুরু হয়iii. নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে
অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলনে ক্রোমোজোমের-
i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে
ii. বাহুদ্বয় অনুগামী হয়
iii. উভয়ই অগ্রগামী থাকে
ক্রোমোজোমগুলোতে পানিযোজন ঘটতে দেখা যায় মাইটোসিসের-i. প্রোফেজ পর্যায়েii. অ্যানাফেজ পর্যায়েiii. টেলোফেজ পর্যায়ে
ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জিনগুলো হলো-
i. CysF, E6, E7
ii. CysE, E6, E7
iii. CysM, E6, E7
মিয়োসিস কোষ বিভাজনে—
i. প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে
ii. মস উদ্ভিদের জাইগোটে ঘটে
iii. অকাজ প্রজনন সাধিত হয়
মিয়োসিস ঘটে—i. পরাগধানী ও ডিম্বকেii. তন্ত্রে ও পাকস্থলীতেiii. শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
দেহকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?
মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি?
প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
মাতৃকোষটি দু ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষে পরিণত হয় কোন ধাপে?
মানুষের দেহে কোষের সংখ্যা কত?
জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কে ভূমিকা রাখে?