শব্দের আগে বসে কোনটি?
‘বিনির্মাণ' শব্দে 'মান' শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
“নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির?
কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
অথবা, যে সকল অব্যয়সূচক শব্দাংশের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে তাদের কী বলে?
অথবা, কোনটির নিজস্ব কোনো অর্থবাচকতা নেই?
বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি?
উপসর্গ কত প্রকার?
উপসর্গের কাজ কী?
কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে ?
'সম' উপসর্গ যোগে গঠিত 'সম্পূর্ণ' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
‘গরহাজির' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
‘অ' উপসর্গ যোগে গঠিত 'অকাজ' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
‘অ' উপসর্গ যোগে গঠিত 'অবোধ' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
‘অতিরিক্ত' অর্থে ‘অত্যাচার' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত হয়েছে?
‘অতি' উপসর্গ যোগে গঠিত 'অতিকায়’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
কোন শব্দটিতে কর্তৃত্ব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
'অধি’ উপসর্গ যোগে গঠিত 'অধিবাসী' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
‘অনা’ উপসর্গ যোগে গঠিত 'অনাসৃষ্টি’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
‘অনা’ উপসর্গযোগে অনাবৃষ্টি শব্দটি কী অর্থদ্যোতনা সৃষ্টি করেছে?
‘অনু’ উপসর্গ যোগে গঠিত 'অনুগমন’ শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
‘অনুজ' শব্দের 'অনু' উপসর্গটি কোন ভাষার?