'অনু' উপসর্গ যোগে গঠিত 'অনুরূপ' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
‘সঙ্গে” অর্থে ‘অনু’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
‘অপকর্ম’ শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থ ! প্রকাশ করে?
অপ' উপসর্গ যোগে গঠিত ‘অপসংস্কৃতি' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
‘অপনোদন' শব্দে 'অপ' উপসর্গ ব্যবহার করা হয়েছে কোন অর্থে?
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
অথবা, বাংলা উপসর্গের সংখ্যা কয়টি?
কোন দুটি বাংলা উপসর্গ?
কোটি খাঁটি বাংলা উপসর্গ?
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
‘অকাজ' শব্দের 'অ' উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে— ‘অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
অথবা, ‘অঘা’ শব্দাংশটি কোন উপসর্গ?
কোন বাক্যে দুটি উপসর্গ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে?
“মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে”- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
অথবা, “মা বলিতে প্রাণ করে আনচান।”— 'আনচান’ কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
অঘা, অজ, অনা— কোন উপসর্গ?
‘কদাকার' শব্দের ‘কদ্' উপসর্গ কোন অর্থে, ব্যবহৃত হয়েছে?
সাজিরা, সাজোয়ান শব্দগুলোতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অথবা, ‘সাজোয়ান' শব্দের ‘সা’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
‘নিখুঁত' শব্দে ‘নি' উপসর্গটি কোন প্রকার?
‘রামছাগল’-এর 'রাম' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে?
‘পাতি’ ও ‘ইতি’ কোন উপসর্গ?