যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলে-
নিচের কোন শব্দটি 'বলক’-এর উদাহরণ?
উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ নির্মাণের প্রধান প্রক্রিয়া হলো-
সমাসের মাধ্যমে একাধিক শব্দ কিসে পরিণত হয়?
শব্দদ্বিত্ব নতুন শব্দ তৈরির আর একটি-
ধ্বনি পরিবর্তনের মাধ্যমেও কী তৈরি হতে পারে?
শব্দনির্মাণের প্রক্রিয়া বিবেচনায় যাবতীয় । শব্দকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
মৌলিক শব্দ কোনটি?
যে শব্দগুলোকে ভাঙলে অর্থ থাকে না, সেগুলোকে কী শব্দ বলে?
‘মাছ, চাঁদ' এই শব্দগুলো কোন শব্দের উদাহরণ?
যে শব্দগুলোকে ভাঙলে একাধিক শব্দ কিংবা শব্দের সঙ্গে উপসর্গ ও প্রত্যয় পাওয়া যায় সেগুলোকে বলে-
'বন্ধুত্ব' শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে?
বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক থাকে সেগুলো হলো—
বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্নক থাকে না সেগুলোকে বলে—
‘ছেলেরা ক্রিকেট খেলে।'- এই বাক্যের ‘ছেলেরা' ও ‘খেলে' কোন পদ?
ছেলেরা ক্রিকেট খেলে- এই বাক্যে ‘ক্রিকেট’ কোন পদ?
প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব কী থাকে?
অভিধানে শব্দগুলো কীভাবে থাকে?
বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে কীভাবে থাকে?