প্রকৃতি কত প্রকার?
নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে কী তৈরি হয়?
ক্রিয়াপ্রকৃতির অন্য নাম কী?
ক্রিয়া প্রকৃতির উদাহরণ হলো—
অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
অথবা, এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোকে বলে—
শব্দের লগ্নক কত প্রকার?
শব্দের লগ্নক কোনগুলো?
পদের লগ্নক কত প্রকার?
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে-
যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলো হলো-
ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কী বলে?
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলো হলো-
নিচের কোনটি নির্দেশের উদাহরণ?
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে কী বলে?