পূজাসামগ্রীকে কী বলে অভিহিত করা হয়?
কার পছন্দ অনুযায়ী পূজার উপকরণ ভিন্নতর হয়ে থাকে?
হিন্দুধর্মানুসারে পূজায় জলপূর্ণ ঘটের উপর আম্রপল্লব দেওয়া হয়। এই পল্লব কীসের নির্দেশ করে ?
পূজার কোন উপকরণটিকে ধরণির সাথে তুলনা করা হয়?
কী কারণে পূজায় ঘট ব্যবহার করা হয়?
কলস বা ঘটকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
পূজায় ব্যবহৃত কলসের প্রসারিত কেন্দ্র নিচের কোনটি নির্দেশ করে?
কমসের চওড়া অংশ কোনটিকে নির্দেশ করে?
পূজার কোন উপকরণের সাথে সজীবতার সম্পর্ক রয়েছে?
আম্রণয়নের সাথে কীসের সম্পর্ক রয়েছে?
পূজার উপকরণ কমসের ঘাড় কোনটিকে নির্দেশ করে ?
পূজার উপকরণ কাসের মুখের খোলা অংশ কোনটিকে নির্দেশ করে?
নিচের কোনটি পূজার উপকরণ?
পূজার কোন উপকরণটি সকল অন্ধকার দূর করে ?
ভক্তির জগতে আহ্বান জানায় কোনটি?
দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক কোনটি?
সুপারির কঠিন অংশ কীসের প্রতীক ?
কীসের গ্য পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে?
পূজার কোন উপকরণ খারাপ শক্তির প্রভাব থেকে মুক্ত করে?
কীসের গন্ধ পবিত্র পরিবেশের সৃষ্টি করে?