মানবদেহের শতকরা কত ভাগ জৈব পদার্থ?
মানবদেহের শতকরা কত ভাগ খনিজ পদার্থ দ্বারা গঠিত?
খাদ্যবস্তু পোড়ালে যে সাদা ছাই অবশিষ্ট থাকে তাকে কী বলে?
যেসব খনিজ লবণ শরীরের জন্য আবশ্যকীয় সেগুলোকে কী বলে?
কোনগুলো Macrominerals?
দেহে প্রায় কত ধরনের খনিজ পদার্থ রয়েছে?
হাড় ও দাঁত গঠন করে কোন যৌগ?
দেহের তরল পদার্থের গঠনের জন্য কী প্রয়োজন?
কোন খনিজ পদার্থটি হরমোন তৈরিতে সহায়তা করে?
প্লাজমায় অবস্থিত ক্যালসিয়াম আয়ন কী করে?
ক্যালসিয়াম কোন শব্দ থেকে এসেছে?
ডাক্তার কোন উপাদানের কথা বলেছেন?
উক্ত উপাদানটি- i. স্নায়ুর উদ্দীপনা নিয়ন্ত্রণ করেii. এনজাইমের কাজে সহায়তা করেiii. শস্যকণা, বাদাম ইত্যাদিতে পাওয়া যায় নিচের কোনটি সঠিক?
ফলিক এসিডের অভাব হলে খাদ্য দেহে শোষিত হয় না। ফলে দেখা দেয়- i. পেটের অসুখii. যকৃতের রোগiii. বদহজমনিচের কোনটি সঠিক?
ফলিক এসিডের উৎস হলোi. কলিজাii. বাদামiii. মাছনিচের কোনটি সঠিক?
ফলিক এসিডের অভাবজনিত অবস্থা হলো- i. ক্লান্তিii. হাত-পা শিনশিন করাiii. চর্মরোগনিচের কোনটি সঠিক?
ভিটামিন বি১২ নষ্ট হয়-i. আলোতেii. অম্লেiii. ক্ষারেনিচের কোনটি সঠিক?
ভিটামিন বি১২ সাহায্য করে-i. স্বাস্থ্যরক্ষায়ii. কোষ বিভাজনেiii. ক্ষুধা বৃদ্ধিতেনিচের কোনটি সঠিক?
ভিটামিন বি১২ দেহের যেসব অংশের সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ সেগুলো হলো-i. অস্থিমজ্জাii. স্নায়বিক পেশিiii. অন্ত্রনিচের কোনটি সঠিক?
ভিটামিন বি১২ এর অভাবজনিত অবস্থা হলো- 1. পেটে গ্যাস হওয়াii. পেটের অসুখiii. জিহ্বায় ঘা হওয়ানিচের কোনটি সঠিক?