অপর্যাপ্ত আয়কে বাড়াতে হলে কোনটি বৃদ্ধি করতে হবে?
আবাসস্থানে জীবনযাত্রার মান বাড়ে কীরূপ সুবিধা থাকলে?
সময় সদ্ব্যবহারের মূল উদ্দেশ্য কোনটি?
সময় ও শক্তির ব্যবহারকে প্রভাবিত করার বিষয়গুলো হচ্ছে-
i পরিবারের আকার
ii. পরিবারের আয়
iii. বাসস্থানের অবস্থান
নিচের কোনটি সঠিক?
যে সব পরিবারে সময় ও শক্তির ব্যবহার মৌসুম অনুযায়ী তারতম্য ঘটে তা হলো
i. ব্যবসায়ী পরিবার
ii. কৃষক পরিবার
iii. চাকুরিজীবী পরিবার
নাগরিক সুবিধাযুক্ত স্থানে আবাসের অবস্থান যে সুবিধা দেয় তা হলো
i. জীবনযাত্রার মান বাজায়
ii. সময় কম ব্যয় হয়
iii. শক্তি কম ব্যয় হয়
ঐতিহ্য রক্ষা করতে প্রয়োজন-
i. টাকা-পয়সা
ii.. সম্পদ
iii. ব্যবসা
সময় ও শক্তি ব্যবহারের কলাকৌশলকে প্রভাবিত করে-
1. পরিবারের সদস্যদের বয়স
ii. বুদ্ধিমত্তা
iii. কর্মতৎপরতা
অবসাদকে কী বলে?
ক্লান্তি কম হলে সঞ্চয় করা যায় কোনটি?
শরীরের কার্যকর ক্ষমতাকে নষ্ট করে কোনটি?
কাজের স্পৃহা কমে যায় কখন?
ক্লান্তি কাজের পক্ষে ক্ষতিকর উক্তিটি কারা করেছেন?
দেহে বিশেষ রাসায়নিক দ্রব্যের আবির্ভাব কখন ঘটে?
দেহে রাসায়নিক দ্রব্যের আবির্ভাবের মধ্যে কোনটি প্রধান?
ক্লান্তি হ্রাস পায় কোন রাসায়নিক দ্রব্য শরীরে প্রবেশ করানো হলে?
কোনো কাজ করার পর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উপর চাপ সৃষ্টি হয় কীসের জন্য?
দেহের জলীয় পদার্থের কাজ ব্যাহত হয় কীসের ফলে?
গ্লাইকোজেন ভেজো কোন উপাদানটি তৈরি হয়?
মাংসপেশিকে দুর্বল করে কোনটি?