অপ্রত্যক্ষ প্রকৃত আয় বাড়ানো যায়-
i. সরকারি সেবা গ্রহণ করে
ii. হ্রাসকৃত মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করে
iii. পরিচিত ব্যক্তির কাছ থেকে স্বল্পমূল্যে সেবা নিয়ে
নিচের কোনটি সঠিক?
সরকারি যেসব প্রতিষ্ঠান অল্প মূল্যে সেবা দিয়ে থাকে
i. হাসপাতাল
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. ব্যাংক
ব্যক্তিগত অভ্যাসের ফলে সৃষ্ট ব্যয়ের অন্তর্ভূক্ত
i. দেশে-বিদেশে ঘুরে বেড়ানো
ii. নতুন বই ক্রয়
iii. শৌখিন দ্রব্যাদি ক্রয়
মোট আয়ের অন্তর্ভুক্ত
i. জমির ট্যাক্স পরিশোধ
ii. ভবিষ্যতের জন্য সঞ্চয়
iii. ব্যবসায়ের মুনাফা
পরিবারের ব্যয় নির্ভর করে-
i. পরিবারের সদস্য সংখ্যার ওপর
ii. জীবনযাত্রার মানের ওপর
iii. পরিবারের আয়ের ওপর
পরিবারের ব্যয় বৃদ্ধি পায়
i. অতিথির সমাগম বেশি হলে
ii. আকস্মিক দুর্ঘটনা ঘটলে
iii. উন্নত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হলে
. পরিবারের সদস্যদের যে বিষয়ে রুচির ভিন্নতা দেখা দেয় তা হলো-
i. খাদ্য
ii. বস্তু
iii. বাসস্থান
ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কী বলে?
বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়?
সীমিত অর্থে সকল চাহিদা পূরণের জন্য প্রয়োজন কোনটি?
আয়-ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেটের নাম কী?
আয় অপেক্ষা ব্যয় কম হয় কোন বাজেটে?
আয় অপেক্ষা ব্যয় বেশি হয় কোন বাজেটে?
বাজেট পরিকল্পনার সময় পরীক্ষা করে দেখতে হবে কোনটি?
কাগজে কলমে পরিকল্পনা দ্বারা যে বাজেট করা হয় তাকে কী বলে?
সব সময় ভবিষ্যৎ খরচের রেকর্ড হিসেবে কাজ করে কোনটি?
কীভাবে পরিবারের সদস্যদের মিতব্যয়ী করা যায়?
বাজেট কথাটি কোন শব্দ হতে এসেছে?
ফরাসি শব্দ 'Bougette' হতে নিচের কোন কথাটির উৎপত্তি?
আয় ও ব্যয়ের আনুমানিক হিসাবকে কী বলে?