প্রত্যক্ষ প্রকৃত আয় কোনটি?
পরোক্ষ প্রকৃত আয় কোনটি?
অর্থ ব্যয় ও প্রকৃত আয় থেকে যে পরিতৃপ্তি পাওয়া যায় তাকে কী বলে?
পারিবারিক জীবনে মূল্যবান মূলধন কোনটি?
আর্থিক আয় ও প্রকৃত আয় যোগ করে হিসাব করা হয় কোনটি?
একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা যে ক্রয়ক্ষমতা অর্জন করে তাকে কী বলে ?
মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে কোনটির প্রয়োজন হয়?
পরিবারের আয় কম হলে কী ঘটে?
ব্যয় নির্ভর করে কোনটির অবস্থানের ওপর?
পরিবারের লোকসংখ্যা বেশি হলে তাদের অর্থ ব্যয় যত হবে ছোট পরিবারের অর্থ ব্যয় সে তুলনায় কীরূপ হবে?
কখন পারিবারিক ব্যয় বেশি হয়?
পরিবারের সদস্যরা শহরে বাস করলে কোন খাতে ব্যয় বৃদ্ধি পায়?
পরিবারের সদস্যরা চাকুরি বা পড়ালেখা করলে কোন খাতে ব্যয় বাড়ে?
পরিবারেরর সদস্যদের দ্বারা অর্জিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মগুলো হলো
i. ছেলেমেয়েদের পড়ানো
ii. গৃহের কাজকর্ম
iii. ঘরবাড়ি নির্মাণ
নিচের কোনটি সঠিক?
পরিবারের আয়ের প্রকারভেদ হলো-
i. আর্থিক আয়
ii. প্রকৃত আয়
iii. মানসিক আয়
আর্থিক আয় অর্জিত হয়-
i. সাপ্তাহিক মজুরি দ্বারা
ii. মাসিক বেতন দ্বারা
iii. বাড়িতে সেলাই করে
অর্থের কাজ হলো-
i. বিনিময়ের মাধ্যম হিসেবে
ii. মূল্যের পরিমাপক হিসেবে
iii. সঞ্চয়ের ভান্ডার হিসেবে
প্রকৃত আয়ের অন্তর্ভুক্ত উৎপাদকের দ্রব্য হলো-
i. বিভিন্ন কাঁচামাল
ii. যন্ত্র, মেশিন
iii. সেবা
পরোক্ষ প্রকৃত আয়ের উদাহরণ-
i. পণ্য সামগ্রী
ii. সেবাকর্ম
iii. বাগানের ফল
প্রত্যক্ষ প্রকৃত আয় হলো-
i. বাগানের সবজি
ii. বাড়িতে সেলাই
iii. গৃহস্থালি কাজকর্ম