IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত
কোনটির ক্ষেত্রে অর্থের সময়গুলোর গুরুত্ব অপরিসীম?
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি আমাদের দেশে তৈরি পোশাক শিল্পের ব্যাপক প্রসার ঘটায় এই শিল্পের শ্রমিকদের উন্নতিকল্পে গাজীপুরের পোশাক শিল্প এলাকায় “লেবার ওয়েলফেয়ার ব্যাংক” নামে একটি নতুন ব্যাংক চালু হতে যাচ্ছে।
শ্রমিকদের জন্য বিশেষ এই ব্যাংকটি ব্যাংকের কোন শ্রেণি-বিভাগের অন্তর্গত?
উদ্দীপকের ব্যাংকটি স্থাপিত হলে—
i.শ্রমিকদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে
ii.শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি পাবে
iii. শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে
নিচের কোনটি সঠিক?
পণ্য বৈচিত্ৰ্যায়ন বলতে কী বুঝায়?
ব্যাংকের কোন হিসাবের আমানতকারী সুদ পায় না?
প্রাইভেট ব্যাংক গঠনে সর্বনিম্ন কতজন পরিচালক সরকার হয়?
একজন চাকরিজীবী ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহক পরিচিতি ফরমে উল্লেখ করবে—
i.ব্যয়ের খাত
ii.আয়ের উৎস
iii.কর্মস্থলের ঠিকানা
অর্থায়ন ব্যবসায়ের কী?
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
অর্থের বহিঃপ্রবাহের সাথে জড়িত-
i.কাঁচামাল সংগ্রহ
ii. পরিচালন ব্যয় নির্বাহ
iii.সেবা প্রদান
বার্ষিক সুদের হার ৫% হলে ১ বছর পরে ১০০০ টাকার বর্তমান মূল্য কত?
ব্যাংক তহবিলের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাতুল তার সঞ্চিত ৫ লক্ষ টাকা বার্ষিক ৬% হার সুদে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলে বন্ধুর পরামর্শে নিজ এলাকায় জমি ক্রয় করেন, যার মূল্য ৮ বছর পর দ্বিগুণ হয়।
জনাব রাতুলের জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত?
জনাব রাতুলের-
i. বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল সিদ্ধান্ত গ্রহণে রুল ৭২ এর প্রয়োগ হয়েছে
ii. ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক ছিল।
iii. বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল
বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ কোনটি?
মি. বাশার "নদীয়া ব্যাংক"- এ অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধিতে ৫ লক্ষ টাকা জমা রাখেন। এক্ষেত্রে m এর মান কত?
বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত?
শিল্প কারখানা নির্মাণের জন্য ঋণ প্রদান করে কোন ব্যাংক?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গাড়ি ব্যবসায়ী মি. আবিরের কুয়াশা ব্যাংকে একটি হিসাব আছে যার মাধ্যমে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তিনি নিয়মিত জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন।
মি. আবিরের কুয়াশা ব্যাংকে কোন হিসাব আছে?