জনাব তোহার হিসাবটি কোন ধরনের হিসাব?
জনাব তোহার জন্য কোন হিসাবটি উপযুক্ত হবে?
আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশকার ঝুঁকি কীভাবে কমানো যায়?
জনাব আসিক তার ব্যাংক হিসাব হতে কোনো সুদ পান না। তার হিসাবটি কোন ধরনের?
জনাব হাসান একজন মুদি দোকানদার। তিনি ফ্রিজে মালামাল রাখেন। সম্প্রতি তিনি আরও একটি ফ্রিজ ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছেন। জনাব হাসানের এ সিদ্ধান্তটি কোন ধরনের?
ব্যাংকিং সেবাকে সহজ করা হয়েছে-
i. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
ii. অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে
iii. ক্রেডিট কার্ডের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে?
বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কোনটি?
বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে কখন?
জনাব নাজিফ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতে চান। তার গ্রহণ করা উচিত—
i. ট্রাভেলার্স চেক
ii. ডেবিট কার্ড i
ii. ক্রেডিট কার্ড
কোন মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক?
মূলধন বাজেটিং এর পদ্ধতি হলো-
i.পে-ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফার হার পদ্ধতি
iii. নিট মুনাফার হার পদ্ধতি
গ্রাহকরা কীসের মাধ্যমে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে থাকে?
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে—
i. ট্রাভেলার চেক হতে
ii. সংরক্ষিত তহবিল হতে
iii. ব্যাংক ড্রাফট হতে
তথ্য প্রযুক্তির আধুনিকায়নের সাথে ব্যাংকিং ব্যবসায়ে কীসের আবির্ভাব ঘটে?
সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে 'm'-এর মান কত?
ব্যবসায়ের নগদ অর্থ ও মুনাফার সম্পর্ক কোনটি?
নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয় কোন ক্ষেত্রে?
আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিন্ধান্ত নিয়ে কাজ করে?
উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
মুক্তা ১২০০০ টাকা ৫ বছরের জন্য ১০% চক্রবৃদ্ধি সুদে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। তিনি ৫ বছর পর যে টাকা পান তা ১২ বছরের জন্য ১৫% চক্রবৃদ্ধি সুদে আরেকটি প্রকল্পে বিনিয়োগ করেন।
মুক্তা ৫ বছর পর কত টাকা পাবেন?